বিজেপি কলকাতা পুরসভা নির্বাচনে জিতে পুর বোর্ড গঠন করলে বাড়ির মালিকদের স্ক্যোয়ার ফিট অনুযায়ী কর দিতে হবে না।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন,শহরে যেসব মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাড়ির মালিক রয়েছেন তাদের উপর স্ক্যোয়ার ফিট অনুযায়ী বাড়ির কর চাপানো হবে না। পাশাপাশি কর বকেয়া থাকলেও কোন বাড়ি নিলাম করা হবে না। এছাড়া পুরনো বাড়ির মালিকদের উপর অত্যধিক করের বোঝার বিষয়টি নিষ্পত্তি করা হবে এবং কোন বাড়তি করের বোঝা চাপানো হবে না। বিরোধী দলের নেতা বলেন, যাদের বাড়িতে কোন ভাড়াটে নেই বা ব্যবসায়িক কাজে বাড়ি ব্যবহার হচ্ছে না সেইসব মালিকদের বর্তমানের তুলনায় অনেক কম কর দিতে হবে। একইসঙ্গে তিনি বস্তিবাসীদের জন্য কর ছাড়ের ঘোষণাও করেন।
KMC Election: বাড়ির মালিকদের স্ক্যোয়ার ফিট অনুযায়ী কর দিতে হবে না: শুভেন্দু
শুক্রবার,১৭/১২/২০২১
732