নদীয়ার রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে অভিনব উদ্যোগ


বৃহস্পতিবার,১৬/১২/২০২১
637

এ রাজ্য থেকে অধিক সংখ্যক ছাত্র-ছাত্রী যাতে ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট, নিট এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে সে জন্য নদীয়ার রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবেশিকা নামে এই কর্মসূচির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে কোচিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজ এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করে রানাঘাট পুলিশ জেলার সুপার সায়ক দাস। তিনি জানান, কেরিয়ার অ্যান্ড কোর্সের সহযোগিতায় এই অনলাইন কোচিংয়ের মাধ্যমে আড়াইশো জন মেধাবী অথচ আর্থিকভাবে সামর্থ্যহীন শিক্ষার্থীর জন্য কোচিং এর ব্যবস্হা করা হয়েছে।আজকের এই সূচনা অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট