শহরকে যানজটের সমস্যা থেকে মুক্ত করতে আগামীদিনে বেশ কয়েকটি নতুন উড়ালপুল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এরমধ্যে একটি যাদবপুর এবং নিউটানের মধ্যে সংযোগ স্থাপন করবে। আরেকটি মাঝেরহাট থেকে টালিগঞ্জকে যুক্ত করবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন।বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার বাঘাযতীনে ভোট প্রচারের সভা থেকে তিনি বলেন,নতুন উড়ালপুল তৈরি হলে শহর যানজট মুক্ত হবে। শহর নীল-সাদা রঙে সাজিয়ে তোলা নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, নীল-সাদা দলীয় রং নয়, আকাশের সীমাহীনতার প্রতীক।আগামীদিনে শহরে ক্যান্টিনের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও তিনি জানান ।
আগামীদিনে বেশ কয়েকটি নতুন উড়ালপুল তৈরির পরিকল্পনা
বৃহস্পতিবার,১৬/১২/২০২১
591