অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর : ‘‘যখন তখন ধর্মঘট ডেকে দুর্গাপুর ইস্পাত কারখানাকে এমএএমসি হতে দিচ্ছি না, দেব না’’। এমনই স্লোগানকে সামনে রেখে সিটুর ডাকা প্রস্তাবিত শিল্প ধর্মঘটের তীব্র বিরোধিতা করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানার মূল প্রবেশদ্বারের সামনে সংগঠনের পক্ষ থেকে ধিক্কার সমাবেশ হয়।
ধর্মঘটের বিরোধিতায় INTTUC
বৃহস্পতিবার,১৬/১২/২০২১
722