পূর্ব বর্ধমানের মেমারির কৃষ্ণ বাজারে গতকাল রাতে একটি মনোহারী দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণ চিনা মাঞ্জা, ঘুড়ি, লাটাই বাজেয়াপ্ত করেছে পুলিশ। বৈধ নথিপত্র দেখাতে না পারায় দোকানের মালিক শেখ মুস্তাককে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত চুরির মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে আজ বর্ধমান আদালতে পেশ করা হলে তার আইনজীবী জামিনের সওয়ালে বলেন, চুরির অভিযোগ সত্য নয়। ঘুড়ি, লাটাই ও মাঞ্জা কেনার কোনও রশিদ দেওয়া হয় না। চিনা মাঞ্জায় জখম হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু চিনা মাঞ্জা যে বিক্রি করা যাবে না সে ব্যাপারেও সুস্পষ্ট কোনও নির্দেশিকা নেই। এরপরই সরকারি আইনজীবীর কাছে সিজেএম জানতে চান, এনিয়ে কোনও সরকারি নির্দেশিকা বা গেজেট নোটিফিকেশন আছে কিনা। সরকারি আইনজীবী এ ধরণের কোনও নির্দেশিকা নেই বলে জানান। চিনা মাঞ্জা বিক্রি না করার জন্য বিচারক তাকে সতর্ক করেন। মুস্তাক চিনা মাঞ্জা বিক্রি না করার প্রতিশ্রুতি দেন। এরপরই সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।
একটি মনোহারী দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণ চিনা মাঞ্জা, ঘুড়ি, লাটাই বাজেয়াপ্ত
বৃহস্পতিবার,১৬/১২/২০২১
775