দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত পাঁচ কোটি মানুষের কাছে রেশন সামগ্রী


বৃহস্পতিবার,১৬/১২/২০২১
591

রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত পাঁচ কোটি মানুষের কাছে রেশন সামগ্রী পৌঁছে দিয়েছে বলে শাসক তৃণমূল কংগ্রেস দাবি করেছে। আজ দলের তরফে এক টুইটারে এইজন্য ডিলারদের রেশন সামগ্রী সরবরাহ করতে গাড়ি কেনার জন্য রাজ্য সরকার একুশ হাজার টাকা করে দিয়েছে বলে জানানো হয়েছে। রেশন নিয়ে কোনো অভিযোগ থাকলে সাধারণ মানুষ ইন্টার স্টেট রেশন ফেসিলিটি সেন্টারে অভিযোগ জানালে তা দ্রুত সমাধান করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত মাসে এই প্রকল্পের সূচনা করে জানিয়েছিলেন, এই প্রকল্পে রাজ্যের দশ কোটি চল্লিশ লক্ষ মানুষের বাড়িতে গিয়ে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট