কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও উপাচার্যদের নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে। এইজন্যে চিঠিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বলে উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি গর্ভবতী ছাত্রীদের ক্লাসে উপস্থিতি এবং পরীক্ষার ফর্ম জমা দেওয়া সহ অন্যান্য ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। এমফিল বা পিএইচডি ছাত্রীদের সর্বাধিক ২৪০ দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়ার নিয়ম আগেই চালু করা হয়েছিল।
কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের মাতৃত্বকালীন ছুটি
বুধবার,১৫/১২/২০২১
623