বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তর ১২২তম জন্মজয়ন্তী আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়। মহিষাদল পঞ্চায়েত সমিতি ও প্রজ্ঞানানন্দ স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে মহিষাদলে প্রজ্ঞানানন্দ ভবনের সামনে সতীশচন্দ্র সামন্তর মূর্তিতে মাল্যদান করেন, স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্ত, মৎস্য মন্ত্রী অখিল গিরি, সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক তিলক কুমার চক্রবর্তী প্রমুখ। গোপালপুরে তাঁর জন্মভিটায় দিনটি মর্যাদার সঙ্গে পালন করা হয়। অনুষ্ঠানে দিব্যাঙ্গদের হাতে ট্রাইসাইকেল, হুইল চেয়ার এবং শ্রবণ যন্ত্র তুলে দেওয়া হয়।
সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তর ১২২তম জন্ম জয়ন্তী
বুধবার,১৫/১২/২০২১
620