১০ জন ট্রাক ড্রাইভারের থেকে টাকা ও মোবাইল ছিনতাই


বুধবার,১৫/১২/২০২১
633

গতকাল গভীর রাতে বাংলাদেশের বেনাপোল বন্দরে একদল ছিনতাইবাজ প্রায় ১০ জন ভারতীয় ট্রাকচালকদের শারীরিকভাবে নিগ্রহ করেন, তাদের সঙ্গে থাকা সব অর্থ ও মোবাইল ছিনতাই করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পেট্রাপোল আইসিপি গেটের সামনে আজ সকালে বিক্ষোভ দেখায় ট্রাক চালকরা।অভিযোগ,গতকাল গভীর রাতে স্প্রে ব্যবহার করে ছিনতাইবাজরা প্রায় ১০ জন ট্রাক ড্রাইভারের থেকে টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। প্রতিবাদ করলেই গলায় ছুরি ধরে মারধোর করা হয়েছে।বেনাপোলের আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি।আজ সকালে ভারতীয় ট্রাক চালকরা পেট্রাপোল মুখ্য ভবনে অভিযোগ জানায়।অবিলম্বে দেশের সরকারের কাছে এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানান পেট্রোপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট