সব বুথেই থাকছে সিসিটিভি ক্যামেরা


বুধবার,১৫/১২/২০২১
738

২৫ শতাংশ নয়, কলকাতা পুরভোটে একশো শতাংশ বুথেই সিসিটিভি ক্যামেরা থাকবে বলে আদালতে জানিয়ে দিল রাজ্য সরকার। বিরোধীদের দাবি এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আগামী রবিবার পুরভোটে সব বুথে সিসি ক্যামেরার নজরদারিতে ভোট গ্রহণ হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিজেপির করা মামলার ভিত্তিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের তরফে এই মর্মে নির্দেশ দেওয়া হয়। এছাড়াও স্ট্রংরুমে সিসিটিভি রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা পুরভোটে মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৪ হাজার ৮৪২টি, ৩৬৫টি অতিরিক্ত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। কলকাতা পুরসভার ভোটে ২৫ শতাংশ বুথে সিসিটিভি ব্যবহারের সিদ্ধান্তের কথা জানিয়েছিল কমিশন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা হয়। যার প্রেক্ষিতে এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, প্রত্যেক বুথেই সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট