কলকাতা পুরসভার ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন। ভোট গ্রহণের পাঁচদিন আগে পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করে সেকথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল কমিশনের তরফে। সুুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে বিভিন্ন অভিযোগের সত্যতা এবং ভিত্তি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষণীয়, সুুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করার জন্য অনেক সময় ভিত্তিহীন অভিযোগ আনে বিরোধীরা। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে ভোটের দায়িত্বে থাকা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করা হয়। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের পৌরোহিত্যে ওই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, কলকাতার পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার, এডিজি আইন-শৃঙ্খলা, ১৬ জন পর্যবেক্ষক, বিশেষ পর্যবেক্ষক এবং ৯ জন ডেপুটি কমিশনার। সেই বৈঠকে কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়— প্রত্যেকটি রাজনৈতিক দলের অভাব-অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সেই অভাব-অভিযোগের নিরসন করতে হবে।
কলকাতা পুরভোট নির্দেশিকা রাজ্য নির্বাচন কমিশনের
বুধবার,১৫/১২/২০২১
603