সাধারণত কৃষকদের উৎপাদিত পণ্যের একটা বড় অংশ সরকার কিনে থাকে। কিন্তু অনেক সময় ফসল কিনতে অনেক দেরি হয়। সেই ফসল যাতে নষ্ট না হয়ে সুরক্ষিত থাকে, সে বিষয়ে কেন্দ্রীয় কৃষি উন্নয়ন মন্ত্রকের কাছে একগুচ্ছ প্রশ্ন জানতে চান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সাংসদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের মাধ্যমে কৃষকদের মধ্য ও দীর্ঘমেয়াদি ভিত্তিতে ঋণের সুবিধা দেওয়া হয়। ২০২৫-২৬ সাল পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে ৩ শতাংশ সুদের হারে ঋণ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সমবায় ভিত্তিতে চাষে উৎসাহ দেওয়া হয়ে থাকে। এছাড়াও এটিএমএ বা ‘আত্মা’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের অত্যাধুনিক চাষের পদ্ধতি শেখানো হয়৷
কেন্দ্রীয় কৃষি উন্নয়ন মন্ত্রকের কাছে একগুচ্ছ প্রশ্ন জানতে চান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
বুধবার,১৫/১২/২০২১
2125