ভারতীয় রেল-এর নতুন উদ্যোগ নদীয়ার কল্যাণী স্টেশনে। পুরনো এবং বাতিল হয়ে যাওয়া স্লিপার দিয়ে তৈরি করা হচ্ছে সীমানা প্রাচীর। রেল পুলিশের যাতায়াতের জন্য একটি রাস্তাও তৈরি করা হয়েছে এই স্লিপার দিয়ে। রেলের পক্ষ থেকে অভিনব এই উদ্যোগ এই প্রথম নেওয়া হয়েছে কল্যাণীতে। কল্যাণী এবং কল্যাণী সীমান্ত স্টেশনে প্রায় চার হাজার ৪০টি পুরনো ও বাতিল স্লিপার দিয়ে তৈরি হচ্ছে সীমানা প্রাচীর। এতে জবরদখল যেমন বন্ধ হবে, তেমনি সৌন্দর্যায়ন হবে। রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীরাও।
ভারতীয় রেল-এর নতুন উদ্যোগ নদীয়ার কল্যাণী স্টেশনে
মঙ্গলবার,১৪/১২/২০২১
782