পুরুলিয়া জেলা আবগারি দফতর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ নষ্ট করেছে। আজ মানবাজার এবং বরাবাজার সার্কেলের আবগারি আধিকারিকরা যৌথ ভাবে খেইসা, রাহমদা, ঘাঘরা, শ্রীরামডাঙ্গা, কেলারডি ও জামবনী এলাকায় অভিযান চালিয়ে নষ্ট করা হয় নব্বই লিটাই চোলাই মদ। এছাড়াও প্রায় ৩২০০ লিটার চোলাই তৈরির উপকরণ নষ্ট করা হয়।
