পুরুলিয়া জেলা আবগারি দফতর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ নষ্ট করেছে। আজ মানবাজার এবং বরাবাজার সার্কেলের আবগারি আধিকারিকরা যৌথ ভাবে খেইসা, রাহমদা, ঘাঘরা, শ্রীরামডাঙ্গা, কেলারডি ও জামবনী এলাকায় অভিযান চালিয়ে নষ্ট করা হয় নব্বই লিটাই চোলাই মদ। এছাড়াও প্রায় ৩২০০ লিটার চোলাই তৈরির উপকরণ নষ্ট করা হয়।
বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ নষ্ট করেছে আবগারি দফতর
মঙ্গলবার,১৪/১২/২০২১
752