Categories: রাজ্য

SSC দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামী যুব ছাত্র অধিকার মঞ্চের সমর্থনে সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃবৃন্দ

সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য নেতৃত্ব নিয়োগ কমিশনের দুর্নীতির কারণে রাজ্যের SSC প্যানেল থেকে অন্যায়ভাবে বঞ্চিত করার বিরুদ্ধে গঠিত যুব ছাত্র অধিকার মঞ্চ আয়োজিত অবস্থান মঞ্চে উপস্থিত হন। কোলকাতা ময়দানে গান্ধী মুর্তি পাদদেশে প্রায় ৫০ দিন ধরে চলা এই অবস্থান মঞ্চে সংযুক্ত কিষাণ মোর্চার সর্বভারতীয় নেতা অভীক সাহা, রাজ্য সংযুক্ত কিষাণ মোর্চার নেতা অমল হালদার, কার্তিক পাল, মিহির পাল, সমীর পুততুণ্ড ও হরিপদ বিশ্বাস আসেন। তারা বলেন এইভাবে যোগ্য পাশ করা প্রার্থীদের বঞ্চিত করা যায়না। এই ধরনের কেলেঙ্কারী রাজ্যে আগে কোনদিন ঘটেনি। সরকার এবং শাসকদল ওতপ্রোতভাবে জড়িত এই দুর্নীতিতে। শত আবেদনেও তাই কর্ণপাত করছে না রাজ্য সরকার। এমনকি আন্দোলনকারীদের দেওয়া মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিও পালন করা হচ্ছে না।

তারা আরও বলেন এই দুর্নীতির ফলে শুধুমাত্র বঞ্চিত চাকরী প্রার্থীরাই ক্ষতিগ্রস্ত হবেন, এমন নয়। অন্যায় ভাবে অযোগ্য এবং উত্তীর্ন না হতে পারা এক শ্রেনীর শিক্ষককে নিয়োগ করে সরকার শিক্ষার মানের সাথে আপোষ করছে। ফলে এদের হাতে পড়াশোনা করে আগামী কয়েক প্রজন্মের পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হবে, যার সামাজিক প্রভাব ব্যাপক। তারা কৃষক আন্দোলনের সাফল্যের কথা তুলে ধরেন। বলেন কৃষকরা যেমন সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে দীর্ঘ লড়াই করে জয় ছিনিয়ে এনেছেন, তেমনই এই লড়াইকেও সর্বাত্মক স্তরে নিয়ে যেতে হবে। সমাজের সব স্তরের মানুষকে এই লড়াইকে সমর্থন করার আহ্বানও তারা জানান এবং বলেন আগামী দিনেও এই সংগ্রামে সংযুক্ত কিষাণ মোর্চা আন্দোলনকারীদের পাশে সর্বশক্তি নিয়ে থাকবে। আন্দোলনকারীদের অভিযোগ শুনে আশু প্রতিকারের আবেদন জানিয়ে এবং প্রয়োজনে তাঁরা আলোচনায় বসতে প্রস্তুত একথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা।

admin

Share
Published by
admin

Recent Posts

এ কে সরকার শাওনের কবিতা – “প্রমি-শান্ত’র পথচলা”

বাবা-মা'র স্বপ্ন, স্বজনের রত্ন,স্বর্গীয় অনন্য উপহার!ভাইয়ের আদরের বোনের স্নেহেরপ্রমি সবার অহংকার! ক'দিন আগের ফুটফুটে শিশুআজ…

2 days ago

বেপরোয়া গতির বলি, দায় কার?

প্রতিদিনের ব্যস্ত জীবনে শহরজুড়ে যে শব্দটা প্রায়ই আমাদের কানে বাজে, তা হলো “দুর্ঘটনা”। চারপাশে যখনই…

4 days ago

বাচ্চাদের ডাব খাওয়া – সুস্বাদু ও স্বাস্থ্যকর অভ্যাস

বাচ্চাদের ডাব খাওয়া: স্বাস্থ্য ও সতেজতার প্রাকৃতিক উপায় বাংলার গ্রীষ্ম মানেই রোদের তেজ, ঘাম আর…

5 days ago

রিঙ্কু সিং: মাঠের কোণ থেকে তারকার যাত্রা

২০১৮ সালে কেকেআর দলে যখন রিঙ্কু সিং যোগ দিলেন, তাঁর জন্য ৮০ লক্ষ টাকা খরচ…

1 week ago

তাৎক্ষণিক আবহাওয়ার পূর্বাভাস

পশ্চিম বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টি আসন্ন 📍 কলকাতা, ১৭ মার্চ: পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত।…

4 weeks ago

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী

আজ, ১২ জানুয়ারি ২০২৫, আমরা উদযাপন করছি স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। এই দিনটি কেবল তাঁর…

3 months ago