আমার চোখে বিজয়


মঙ্গলবার,১৪/১২/২০২১
3077

কবি : অভ্র বড়ুয়া

বিজয় আমি দেখিনি বটে
লাল-সবুজের দৃশ্যপটে।
মায়ের মুখে,বাবার মুখে
শুনেছি আমি পতাকা হাতে।
বিজয় এখন আমার চোখে
যুদ্ধে যাওয়ার ইচ্ছে জাগে।
বিজয় মানে আমার কাছে
মুক্ত পাখির মুক্ত কলতান
বুকটা যেন গর্জে ওঠে
কয় নিষ্ঠুর সেই পাকিস্তান।
পঞ্চাশে আজ সোনার বাংলা
হৃদয়ে জুড়ে জয়ের মেলা

সবুজ ঘাসে ধানের শীষে
মা মাটির আবেগ হাসে
দূর হতে তেপান্তরের মাঠে
আমার কৃষক মিষ্টি হাসে।
সেই হাসিটার পরশ মেখে
কেতন উড়ে লাল সবুজে।

অভ্র বড়ুয়া
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট