বাঘ বাঁচাতে সরছে বস্তি। জঙ্গলের চারপাশে মানুষের বাস। অবাধ যাতায়াত। নিজেদের এলাকায় স্বাধীনভাবে থাকতে পারছে না বাঘেরা। ঢুকে পড়ছে লোকালয়ে। চলে যাচ্ছে অন্যত্র। এবার বাঘের বাসস্থান নিশ্চিত করতে সর্বাত্মক উদ্যোগ নিল প্রশাসন এবং বন দফতর । এর জন্যই খালি করা হচ্ছে জঙ্গল লাগোয়া বস্তি। তবে, ভুটিয়া বস্তির মানুষজনকে অন্যত্র পুনর্বাসন দেওয়া হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুধু তাই নয়, জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের শিবির করে বাঘ সচেতনার পাঠ দেওয়া হবে। বক্সার দুই ডিভিশনে দুটি টহলদারি দল ২৪ ঘণ্টা পুরো এলাকায় টহল দেবে। আপাতত পাঁচদিনের জন্য জঙ্গল সাফারিও বন্ধ থাকছে।
বাঘ বাঁচাতে সরছে বস্তি
মঙ্গলবার,১৪/১২/২০২১
468