২১ বছর পর আবার !


মঙ্গলবার,১৪/১২/২০২১
2164

২১ বছর পর আবার। ১৯৯৪, ২০০০। তারপর দীর্ঘ ২১ বছরের প্রতীক্ষা। ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতলেন আরও এক ভারতীয়, হরনাজ সান্ধু। ইজরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্স-এর আসর। বিশ্বের সমস্ত সুন্দরীকে পিছনে ফেলে শেষ তিনে পৌঁছে যান ভারতের হরনাজ, প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে। শেষ হাসি হাসেন পাঞ্জাবের ২১ বছরের মেয়ে হরনাজ। তাঁকে ক্রাউন পড়িয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রিয়া মেজা। প্রসঙ্গত, ১৯৯৪ সালে এই খেতাব জিতেছিলেন বঙ্গতনয়া সুস্মিতা সেন , ২০০০ সালে জিতেছিলেন লারা দত্ত। হারনাজ তৃতীয় ভারতীয় হিসাবে জিতলেন মিস ইউনিভার্স খেতাব। হারনাজের সাফল্যে উচ্ছসিত লারা দত্ত তাঁকে ট্যুইটারে অভিবাদন জানিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট