“এক দেশ এক রেশন কার্ড” প্রকল্পের নতুন ব্যবস্থায় রেশন-এ খাদ্যশস্য তোলার জন্য গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য না মিললেও বিকল্প পদ্ধতিতে তাঁদের রেশন দেওয়া হবে। প্রকৃত গ্রাহকরা যাতে রেশন থেকে বঞ্চিত না হন, সেব্যাপারে সমস্ত ডিলারকে নির্দেশিকা পাঠানো হবে। খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মূলত বয়সজনিত কারণেই একাধিক গ্রাহকের আধার নম্বর ই-পস যন্ত্রে যাচাই করা সম্ভব হচ্ছে না। আবার গ্রামীণ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা যথেষ্ট দুর্বল হওয়ায় আধার কার্ডের নম্বর যাচাই করা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে, কোনও গ্রাহক যদি তাঁর আধার নম্বর ঠিকঠাক বলতে পারেন, অথচ বায়োমেট্রিক পদ্ধতিতে সেটি যাচাই করা না যায় তবুও তিনি রেশন পাবেন। এছাড়া আধার নম্বর যদি সংযুক্ত না থাকলেও তা তৎক্ষণাৎ করে নেওয়ার কথা বলা হয়েছে।
বায়োমেট্রিক তথ্য না মিললেও বিকল্প পদ্ধতিতে রেশন
মঙ্গলবার,১৪/১২/২০২১
584