নদীয়ার আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তের ভাতগাছি থেকে বিএসএফ চোরাকারবারীদের পাচারের আগেই দশটি পাখি উদ্ধার করেছে। বিএসএফ জানিয়েছে ওই পাখি গুলি রেড লর্ড অ্যামাজন ।সীমান্তে ৪২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা পাহারা দেওয়ার সময় পাচারকারীরা বাংলাদেশ থেকে বিদেশে পাচারের জন্য নিয়ে আসছিল।বিএসএফ তাদের ধাওয়া করলে তারা পাখিগুলি ফেলে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে যায়।বিএসএফ সেগুলি উদ্ধার করে রানাঘাট বনবিভাগের হাতে তুলে দেয়।
চোরাকারবারীদের পাচারের আগেই পাখি উদ্ধার করেছে BSF
সোমবার,১৩/১২/২০২১
592