আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে সব রাজনৈতিক দলগুলো প্রচার অভিযানে নেমে পড়েছে। ১১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শ্রী সন্দীপ দাস এর হয়ে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার পর্ব সারলেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। কলকাতা পৌরসভা এ যাবৎকাল ১১১নম্বর ওয়ার্ড বামেদের দখলে। গত বিধানসভা নির্বাচনে রাজ্যের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়ের পক্ষে এই ওয়ার্ড সন্তোষজনক রায় দিয়ে দু হাত তুলে আশীর্বাদ করেন। এবারের প্রার্থী শ্রী সন্দীপ দাস এলাকার ভালো ছেলে কাজের ছেলে হিসেবে পরিচিত মুখ হিসেবে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী সন্দীপ দাস জানান আমি একজন সাধারণ কর্মী হিসেবে একনিষ্ঠভাবে কাজ করে যেতে চাই। আগামী দিনে আমার এই ১১১নম্বর ওয়ার্ডকে রাজ্য সরকারি সকল প্রকল্পগুলিকে সঠিক ভাবে রূপায়ণের মাধ্যমে মডেল ওয়ার্ড হিসেবে তৈরি করতে চাই। আমি জনগণের রায়ের এর প্রতি আস্থাশীল কারণ আমাদের এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়ের নির্দেশে আপদে বিপদে মানুষের পাশে থেকে আমরা এই ওয়ার্ডে টিম তৃণমূল হিসেবে প্রতি নিয়ত মানুষের জন্য কাজ করে চলেছি।আজকের এই বর্ণাঢ্য মিছিলে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।।
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শ্রী সন্দীপ দাস এর হয়ে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রা
সোমবার,১৩/১২/২০২১
851