কর্মিবর্গ, জন অভিযোগ ও পেনশন প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং পুনরায় বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার সিবিআই এবং সমস্ত তদন্তকারী প্রতিষ্ঠানের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন বজায় রাখতে, তাকে সংরক্ষণ করতে এবং আরো শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে সিবিআই সদর দপ্তরে ইনভেস্টিচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডঃ সিং বলেন, দুর্নীতি, স্বচ্ছতার বিষয়ে আপোষ না করা এবং নাগরিক কেন্দ্রিকতা সরকারের প্রশাসনিক দৃষ্টিভঙ্গি নির্ধারণ করার তিনটি প্রধান মন্ত্র। দলমত নির্বিশেষে সিবিআই এর মতো প্রতিষ্ঠানকে শক্তিশালী করা সকলের দায়িত্ব হওয়া উচিৎ।
সিবিআই এর মতো প্রতিষ্ঠানকে শক্তিশালী করা সকলের দায়িত্ব: ডঃ জিতেন্দ্র সিং
সোমবার,১৩/১২/২০২১
369