দু ঘন্টার মধ্যে করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট চিহ্নিত করতে বিশিষ্ট বিজ্ঞানী ড. বিশ্বজিত বোরকাকোটির নেতৃত্বে আইসিএমআর-আরএমআরসি ডিব্রুগড় একটি কিট তৈরী করেছে। এই মুহুর্তে দেশে নির্দিষ্ট সিকোয়েন্সিং এর জন্য কমপক্ষে ৩৬ ঘন্টা এবং জেনোম সিকোয়েন্সিং এর জন্য ৪ থেকে ৫ দিন সময় লাগে। সে কারণে এই কিট অমিক্রন মোকাবিলায় অত্যন্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। অভ্যন্তরীন পরীক্কায় এটি একশো শতাংশ সঠিক বলে প্রমাণ মিলেছে। কলকাতাস্থিত বায়োটেক কোম্পানী জি সি সি সরকারী বেসরকারী অংশীদারিত্বে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই কিট তৈরী করেছে।
দু ঘন্টার মধ্যে করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট চিহ্নিত
সোমবার,১৩/১২/২০২১
428