কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে উদ্ভাবনই আজকের দিনে উন্নত দেশগুলিকে সংজ্ঞায়িত করে। সেদিক থেকে নতুন স্টার্ট-আপের সংখ্যার দিক থেকে ভারতের সামনে অনন্য সুযোগ রয়েছে। শ্রী গোয়েল গতকাল বিকেলে সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি পার্কে স্টার্ট-আপ ইন্ডিয়ার সিড ফান্ড কর্মসূচিতে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, ভারতে ৪৫০০০ স্টার্ট-আপ নিবন্ধিত হয়েছে এবং এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ বাস্তুতন্ত্র। দেশের ৭৯টি ইউনিকর্নের মধ্যে চারটি পুনের। পুনে বিশ্ববিদ্যালয়ের সাই-টেক পার্কে ১৫৩টি স্টার্ট-আপ রয়েছে। শ্রী গোয়েল বলেন নথীভূক্ত স্টার্ট আপগুলির মধ্যে ৪৬ শতাংশে মহিলাদের অংশীদারিত্ব রয়েছে যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক ।
স্টার্ট-আপের সংখ্যার দিক থেকে ভারতের সামনে অনন্য সুযোগ রয়েছে: পীযূষ গোয়েল
সোমবার,১৩/১২/২০২১
522