রাজ্যপাল জগদীপ ধনখড়ের ডাকে সাড়া দিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা আজ বিকালে রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে সমন্বয় সুনিশ্চিত করা নিয়ে কথা হয়েছে বলে রাজ্যপাল নিজেই টুইট করে জানিয়েছেন। তবে তাদের মধ্যে ঠিক কি বিষয় নিয়ে কথা হয়েছে রাজ্যপাল তা উল্লেখ না করলেও কলকাতার আসন্ন পুরভোটে নিরাপত্তা ব্যবস্থা এবং বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকার যে বিরূপ অবস্থান নিয়েছে তা নিয়েও তাদের মধ্যে কথা হতে পারে বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে।
রাজ্যপাল জগদীপ ধনখড়ের ডাকে সাড়া দিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজভবনে
শনিবার,১১/১২/২০২১
431