করোনা আবহে আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা তাঁদের নিজের স্কুলে পরীক্ষা দিতে পারবে বলে রাজ্য সরকার জানিয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরীক্ষার্থীরা এবছর অফলাইনে নিজেদের হোম ভেন্যু অর্থাৎ নিজেদের স্কুল থেকে পরীক্ষা দিতে পারবেন। একইসঙ্গে সমস্ত উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জারি করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনরোলমেন্ট ফর্মে শতকরা উপস্থিতির হারের জায়গায় পরীক্ষার্থীদের এবার নট অ্যাপ্লিকেবিল লিখতে হবে। উল্লেখ্য, ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল এবং চলবে ২০ এপ্রিল পর্যন্ত।
পরীক্ষার্থীরা তাঁদের নিজের স্কুলে পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছে রাজ্য সরকার
শুক্রবার,১০/১২/২০২১
688