ভবানীপুরের ৭২ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী রুমা নন্দনের হয়ে প্রচার করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাড়ি বাড়ি গিয়ে দলীয় লিফলেট বিলি করলেন ও কলকাতা কর্পোরেশনের পৌরভোটে ভোট টা দেওয়ার জন্য আহ্বান জানালেন। তিনিআবার ও আজ বললেন তৃণমূলের একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট। পাশাপাশি এও বললেন আমাদের দলের কর্মী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাই এসেছি। সেনা প্রধানের মৃত্যু নিয়ে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে তার উচিত নয় বলেই মনে করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান এই ধরণের উক্তির ফলে আমাদের শত্রুরা মজা পাবে।
রুমা নন্দনের হয়ে প্রচার করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
বৃহস্পতিবার,০৯/১২/২০২১
889