উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রাম চৌমাথায় মধ্যমগ্রাম বয়েস হাই স্কুল ও ট্রাফিক গার্ডের সহযোগিতায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হল। রাজ্যের পুলিশ প্রশাসনের তরফে দুর্ঘটনা রুখতে আজ রাজ্য জুড়েই পালিত হচ্ছে এই কর্মসূচি। মধ্যমগ্রাম চৌমাথায় মধ্যমগ্রাম বয়েজ হাই স্কুলের NCC র ছাত্ররা এবং শিক্ষক সত্যব্রত মাইতি ও মধ্যমগ্রাম ট্রাফিক ওসি গদাধর সিংহ রায় এর যৌথ উদ্যোগে দুর্ঘটনা রুখতে এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়।
ট্রাফিক গার্ডের সহযোগিতায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি
বৃহস্পতিবার,০৯/১২/২০২১
596