উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা হাসপাতাল-এ ক্রিটিকাল কেয়ার ইউনিট চালু হলো। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু আজ দুপুরে এই ইউনিটের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, দশটি শয্যা ও দুটি কেবিন এই ইউনিটে থাকবে। আগামীকাল থেকে ছ’টি শয্যা দিয়ে পরিষেবার সূচনা হবে। রোগীরা ক্রিটিকাল ইউনিটে ভর্তি হতে পারবেন। এক মাসের মধ্যেই আরো ৪টি শয্যা ও দুটি কেবিন ইউনিটে যোগ হবে।
মহকুমা হাসপাতাল-এ ক্রিটিকাল কেয়ার ইউনিট চালু
বৃহস্পতিবার,০৯/১২/২০২১
668