আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রধানত সুস্কো থাকবে। আমাদের যে কোস্টাল ডিস্ট্রিক্ট গুলো আছে পূর্ব মেদিনীপুর ,দক্ষিণ ২৪ পরগনা মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে । যেহেতু এখনও জলীয়বাষ্প ডুকছে দক্ষিণবঙ্গে সেইজন্য কুয়াশার সম্ভাবনাও আছে এ ছাড়া তেমন কোনো পরিবর্তন নেই তবে ১১ তারিখ থেকে দুই থেকে তিন ডিগ্রি টেম্পারেচার কমার সম্ভাবনা আছে ।দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এরকমই ওয়েদার থাকার সম্ভাবনা আছে এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পং দার্জিলিঙে হালকা বৃষ্টি সম্ভাবনা বাকি জায়গা ড্রাই থাকবে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে কোন রকম সতর্ক বার্তা নেই।
পূর্ব মেদিনীপুর ,দক্ষিণ ২৪ পরগনা মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা
বুধবার,০৮/১২/২০২১
837