সাইকেলে করে ভারত !


বুধবার,০৮/১২/২০২১
449

ভারত সরকারের স্বচ্ছতা অভিযানকে সফল করে তুলতে এবং গঙ্গা দূষণ প্রতিরোধে মানুষকে সচেতনতার বার্তা দিতে উত্তরাখণ্ড-এর স্নাতক উত্তীর্ণ যুবক সৌরভ সিং সাইকেলে করে ভারত সফর করছেন। গত ৫ই নভেম্বর সৌরভ বদ্রীনাথ থেকে সাইকেল যোগে তাঁর সফর শুরু করেন, এরপর হরিদ্বার হয়ে উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড হয়ে পশ্চিমবঙ্গে এসে গতকাল পৌঁছেছেন। কল্যাণীতে রাত্রি যাপনের পর আজ তিনি গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে যাবেন কন্যাকুমারী। ফেরার পথে অন্য রাজ্য হয়ে দিল্লিতে তাঁর সফর শেষ হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট