গৌড় এক্সপ্রেস এর আধুনিকীকরণ করলো ভারতীয় রেল


বুধবার,০৮/১২/২০২১
596

মালদা জেলার দীর্ঘ দিনের প্রতীক্ষার পর অবশেষে প্রাচীন গৌড় এক্সপ্রেস এর আধুনিকীকরণ করলো ভারতীয় রেল। আগামী সোমবার থেকে নতুন কোচ নিয়ে চলতে শুরু করবে মালদা-শিয়ালদা গৌড় এক্সপ্রেস। গতকাল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কোচের উদ্বোধন করেন মালদা ডিভিশন এর DRM যতীন্দ্র কুমার ও বিধায়ক শ্রীরূপা মিত্র। উপস্থিত ছিলেন, রেলের মালদা ডিভিশনের একাধিক কর্তা আধিকারিকেরা। গৌড় এক্সপ্রেস এর দুটি ট্রেনিং মালদা ডিভিশন এর পক্ষ থেকে আধুনিক কোচ ও আধুনিক যাত্রী পরিষেবা চালু করা হলো। AC, সাধারণ সংরক্ষিত থেকে জেনারেল কামরাতে’ও বায়ো-টয়লেট, ইলেকট্রিক, চার্জিং সিস্টেম ব্যবস্থা থেকে অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা বসানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট