আসন্ন কলকাতা পৌরসভা নির্বাচনে নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের সঙ্গে থাকবে রাজ্য পুলিশও, জানালেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র।নজরুল মঞ্চে ট্রাফিকের একটি সচেতনতামূলক অনুষ্ঠান উদ্বোধনে এসে সিপি জানান, নির্দিষ্ট কিছু বুথে কলকাতা পুলিশের সঙ্গে থাকবে রাজ্য পুলিশও। পাশাপাশি তিনি জানান, নিরাপত্তা নিয়ে force deployment সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে কমিশনে।। কমিশন যেমন নির্দেশ দেবে সেই অনুযায়ীই force deployment হবে।। তবে শহরবাসীকে শান্তিপূর্ন ও সুষ্ঠু নির্বাচন দিতে কলকাতা পুলিশ বদ্ধপরিকর, জানান পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার বলেন, এত বড় শহরে বড় নির্বাচনের আগে অনেক ছোট ঘটনা ঘটে যায়, কিন্তু আমরা বাড়তি নজর রাখছি সমস্ত অফিসারদের সক্রিয় থাকতে বলা হয়েছে যাতে কোনরকম আইনশৃঙ্খলার অবনতির ঘটনা না ঘটে। পুরভোটের নিরাপত্তার জন্য শহরজুড়ে বাড়তি নজরদারি এবং পেট্রোলিং চলছে।
নজরুল মঞ্চে ট্রাফিকের সচেতনতা মূলক অনুষ্ঠান
মঙ্গলবার,০৭/১২/২০২১
809