আগের থেকে আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়েছে এবং যত বেলা বারবে তত আবহাওয়ার উন্নতি হবে। এবং আগামী পাঁচ দিন কোন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ বঙ্গে। তবে উপকূলীয় জেলাগুলিতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং,কোচবিহার,জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়। রাতের তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে ১০ তারিখ পর্যন্ত স্বাভাবিক বা স্বাভাবিকের উপরে থাকবে রাতের তাপমাত্রা । ১১ তারিখের পর দুতিন দিনের জন্য রাতের তাপমাত্রা একটু বেশি কমেবে। কোথাও কোনো ওয়ার্নিং বা সর্তকতা এই মুহূর্তে নেই।
কেমন থাকবে আগামী দিনের আবহাওয়া ?
মঙ্গলবার,০৭/১২/২০২১
996