হুগলীর চন্ডীতলা আজ একই পরিবার-এর তিন জনকে কুপিয়ে খুন-এর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আজ সকালে চন্ডীতলার নৈটি এলাকার বাসিন্দা সঞ্জয় ঘোষ তার স্ত্রী মিতালী ঘোষ ও তাদের মেয়ে শিল্পা ঘোষকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। তবে আবহাওয়া খারাপ থাকায় জানাজানি হয় পরে। প্রথমে পাশের বাড়ির চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে আসেন। মৃতের আত্মীয় শ্রীকান্ত ও তপন ঘোষের বিরুদ্ধে এই খুনের অভিযোগ উঠেছে। এরপর পুলিশে খবর দেয়। পুলিশ অভিযুক্ত তপন ঘোষকে আটক করেছে। আরেক অভিযুক্ত শ্রীকান্ত ঘোষ পলাতক। ঘটনাস্থলে চন্ডীতলা থানার পুলিশ পৌঁছেছে। তদন্ত শুরু করেছে। এলাকাবাসীরা জানিয়েছেন, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা।
হুগলীর চন্ডীতলা আজ একই পরিবারের তিন জনকে কুপিয়ে খুন
মঙ্গলবার,০৭/১২/২০২১
643