বই কিনতে টাকা পুলিশের। সামাজিক দায়িত্ব পালনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার আরেক নজির মিলল বাঁকুড়া বইমেলায়। বইমেলার তৃতীয় দিনে বিকেলে মুক্ত আকাশের নিচে আসন পেতে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় বসলেন বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং তিন মহকুমা পুলিশ আধিকারিক। পুলিশ সুপার প্রত্যেক পড়ুয়ার কাছে জানতে চান স্কলারশিপ, সবুজসাথী, কন্যাশ্রী, ট্যাব-সহ সরকারি প্রকল্পগুলির সুযোগ-সুবিধা তারা পাচ্ছে কিনা। যদি কোনও অসুবিধা থাকে, তাহলে পুলিশ দায়িত্ব নিয়ে তা দূর করবে বলে জানান পড়ুয়াদের। পুলিশ সুপার প্রত্যেক পড়ুয়ার হাতে একটি করে কুপন দিয়ে বলেন, এই বইমেলার যে কোনও স্টল থেকে তারা ২ হাজার টাকা পর্যন্ত নিজেদের পছন্দমতো বই কিনতে পারবে। টাকা দেবে পুলিশ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তুলনামূলকভাবে পড়ুয়ার সংখ্যা কিছুটা কম হলেও প্রায় ১০০ পড়ুয়া উপস্থিত হয়েছিল। প্রত্যেক পড়ুয়া পুলিশের এই ভূমিকায় উচ্ছ্বসিত। তারা নিজেদের পছন্দ মতো বই নিয়ে হাসি মুখে বাড়ি ফিরছে।
বই কিনতে টাকা পুলিশের
সোমবার,০৬/১২/২০২১
617