সিকিম চলচ্চিত্র উৎসবে ব্রাত্য বসুর “ডিকশনারি”, রাজনৈতিক কারণে গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে বাদ দেওয়া হয়েছিল পরিচালক ব্রাত্য বসুর ছবি ‘ডিকশনারি’। এবার সেই ছবি নির্বাচিত হল সিকিম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সিকিম ফিল্ম প্রোডাকশন বোর্ড আয়োজিত এই চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্য হল চলচ্চিত নির্মাতা, পরিচালক, প্রযোজক, চলচ্চিত্র সমালোচক এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সিকিমে আমন্ত্রণ জানানো, যাতে আন্তর্জাতিক চলচ্চিত্রের বিস্তৃত প্ল্যাটফর্ম দর্শকদের জন্য খুলে দেওয়া যায়। স্বভাবতই এই খবরে খুশি নাট্যকার, অভিনেতা, পরিচালক ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। ১০ থেকে ১৪ ডিসেম্বর এই চলচ্চিত্র উৎসব চলবে।
সিকিম চলচ্চিত্র উৎসবে ব্রাত্য বসুর “ডিকশনারি”
সোমবার,০৬/১২/২০২১
2307