মণীশ কীর্তনীয়া : কলেজে থাকতেই ছাত্র রাজনীতি দিয়ে হাতে খড়ি। এরপর ধাপে ধাপে এগোনো। দীর্ঘদিন দলের সংগঠনে কাজ। তারপর তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের নজরে আসা। পেশায় আইনজীবী অনিন্দ্যকিশোর রাউতকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। উত্তর কলকাতার রাজনৈতিক পরিসরে ও এলাকায় সাধারণ মানুষের কাছে ভালবাসার ও পছন্দের মানুষ অনিন্দ্য। কাউন্সিলর হিসেবে কাজের মানুষ। এলাকায় জনসংযোগ অত্যন্ত ভাল। কলকাতার ১৩ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি। এই নিয়ে দ্বিতীয়বার৷ অনিন্দ্য নিজেই বললেন, এটা নতুন কিছু নয়। এরকম চলতেই থাকে। অনিন্দ্য রাউতের এলাকায় বস্তি অঞ্চল বেশি। সখানেই সবচেযে বেশি নজর দিতে হয়েছে। শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। কিছু নিচু এলাকায় জমা জলের সমস্যার সমাধানও করেছেন তিনি। কোভিডের সময় দিনরাত এক করে পরিস্থিতি সামলেছেন। এখন মানুষের দরজায় গেলে তাঁরা বলছেন, আপনার আসতে হবে না। আপনি ছিলেন, আছেন, থাকবেন। এটুকুই ভরসা অনিন্দ্য রাউতের।
এলাকায় সাধারণ মানুষের কাছে ভালবাসার ও পছন্দের মানুষ অনিন্দ্য
সোমবার,০৬/১২/২০২১
865