মঙ্গলবার থেকেই পরিষ্কার হবে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ


সোমবার,০৬/১২/২০২১
666

অবশেষে আশার খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতরের প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন জাওয়াদের দূর্যোগ শেষ। মঙ্গলবার থেকেই পরিষ্কার হবে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ। আগামী ৩-৪ দিনে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমবে। তবে নির্দিষ্ট করে কবে থেকে শীত আসছে তা অবশ্য জানা যায়নি। সপ্তাহের শেষ থেকে ফের ঠান্ডা অনুভূত হবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার ১১ ডিসেম্বর থেকে শীত বাড়বে। আর হালকা শীতের আমেজ নয়, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। শনিবার থেকেই জাওয়াদের প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হয়েছিল বৃষ্টি। রাতভর বৃষ্টি হয়েছে উপকূলবর্তী জেলা ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে। সোমবার সকালেও কালো মেঘে ঢাকা ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ। সেই সঙ্গে ছিল বৃষ্টি। তবে বেলা বাড়তেই ধীরে ধীরে কমেছে বৃষ্টি। বৃষ্টির কারণেই রবিবার শহরের আবহাওয়া ছিল বেশ ঠান্ডা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট