৭ ডিসেম্বর দিল্লি যেতে পারেন অভিষেক ব্যানার্জী


সোমবার,০৬/১২/২০২১
462

আগামী ৭ ডিসেম্বর দিল্লি যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। ৭ ডিসেম্বর দিল্লি পৌঁছেই দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন অভিষেক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দিল্লি সফরের সময় রাজধানীতেই ছিলেন অভিষেক। সেই সময়েই তাঁকে সামলাতে হয়েছিল ত্রিপুরার পুরভোটের দায়িত্ব। মুখ্যমন্ত্রীর সাথে মুম্বই সফরের সঙ্গী হয়েছিলেন অভিষেক। তাই সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে পারেননি অভিষেক। আগামী ৭ ডিসেম্বর থেকে তিনি যোগ দিতে পারেন সংসদের অধিবেশনে।জেনে রাখা দরকার রাজ্যসভা থেকে দোলা সেন ও শান্তা ছেত্রীর মতো সাংসদদের সাসপেন্ড করার পর লাগাতার গাঁধী মূর্তির পাদদেশে ধরনা ও অবস্থান চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের বিকল্প হয়ে ওঠার চেষ্টায় সাময়িক দূরত্ব এসেছে তাদের সঙ্গে। এইসব ব্যাপারেই তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক এবং সংসদে যে সমস্ত বিষয় নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হবে তৃণমূল, সে বিষয়েও তিনি আলোকপাত করতে পারেন। আগামী ১৩ ডিসেম্বর সাংসদ অভিষেক ব্যানার্জীকে গোয়ায় রাজনৈতিক কর্মসূচীতে যাওয়ার কথা এমনটা সূত্রের খবর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট