আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে বলে জানালো আবহাওয়া দফতর


সোমবার,০৬/১২/২০২১
588

জাওয়াদ ঘূর্ণিঝড়ের বদলে নিম্নচাপের ভারী বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক এলাকা। বাংলাদেশ লাগোয়া তিন জেলায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। প‍াশাপাশি চার জেলায় রয়েছে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে যেমন উত্তর ২৪ পরগণা, নদীয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। আজ অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভরা কটালের জেরে জলস্তর বেড়ে ওঠে হুগলি, হলদি থেকে বিদ্যাধরী নদীর। জোড়া ধাক্কায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত বিপর্যস্ত জনজীবন। সোমবার বাংলাদেশ লাগোয়া তিন জেলা নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতেও। কলকাতায় আজ বিকেলের পর থেকে বৃষ্টি কমবে। কাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট