দেশে ক্রমশো উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। বিদেশ থেকে আগতদের যাত্রীদের খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে এবার সতর্ক হল রাজ্য সরকারও।এখনওপর্যন্ত বাংলায় কেউই ওমিক্রন পজিটিভ হয়নি। গতকাল অবধি যতজন বিদেশ থেকে দেশে এসেছেন তাদের কেউই করোনা পজিটিভও হননি। তবে সতর্কতায় কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার। বিদেশ থেকে আগত সব যাত্রীদেরই কলকাতা বিমানবন্দরে করোনা টেস্ট করা হচ্ছে। যতক্ষণ না রিপোর্ট আসছে ততক্ষণ তাদের রাখার ব্যবস্থা হয়েছে রাজারহাটের সিএনসিআই-এ। কেউ রাজারহাটে যদি থাকতে না চান তাহলে তাদের রাখা হবে কোনও হোটেল কোয়ারেন্টাইনে এমনটা সূত্রের খবর।জেনে রাখা দরকার করোনার ডেল্টা ভ্য়ারিয়েন্টের থেকে প্রায় ৬ গুন বেশি সংক্রমক ওমিক্রন। ডাক্তার ও নার্সদের তৈরি রাখার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। করোনা আক্রান্তের সংখ্যা কমায় বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে অনেক চিকিত্সককে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের ফের ফেরত আনা হচ্ছে বলে জানা গেছে।
ওমিক্রন রুখতে বিদেশ থেকে আগতদের রাজারহাটে রেখেই পরীক্ষা
রবিবার,০৫/১২/২০২১
567