হুগলীর ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিল, শ্রমিক – মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল। আজ সকালে কর্তৃপক্ষ মিলের গেটে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়। শ্রমিকদের অভিযোগ কদিন ধরে আটজন দশ জন শ্রমিককে কাজ দেওয়া হচ্ছিলো না। গতকাল থেকে বসিয়ে দেওয়া হয়। এই নিয়ে মিল কর্তৃপক্ষ সঙ্গে শ্রমিকদের অসন্তোষ দেখা দেয়। আজ সকালে মিলের গেটে বন্ধের নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন। এরফলে ওই জুট মিলের প্রায় চার হাজার শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়লো।
মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল জুটমিল
রবিবার,০৫/১২/২০২১
782