আই লিগে বাতিল চেন্নাই সিটি, খেলবে কেঙ্করে এফসি।ক্লাব লাইসেন্সিং শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় আই লিগ থেকে বাতিল চেন্নাই সিটি এফসি। পরিবর্তে লিগে খেলবে মুম্বইয়ের কেঙ্করে এফসি। গত মরশুম থেকেই আই লিগ খেলতে অনিচ্ছা প্রকাশ করছিল দক্ষিণী এই ক্লাবটি। একটা সময় তারা চেন্নাইয়িন এফসি-র সঙ্গে গাঁটছড়া বেঁধে আইএসএলও খেলতে চেয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় আই লিগ নিয়েও আগ্রহ হারিয়ে ফেলেন চেন্নাই সিটি ম্যানেজমেন্ট। কিন্তু এবার তারা ফেডারেশনের ক্লাব লাইসেন্সিংয়ে অংশ নিয়েও একাধিক শর্তাবলি পূরণ করতে ব্যর্থ হয়। তার পরেও চেন্নাই সিটি কর্তারা এবারের আই লিগ খেলার জন্য ছাড় চেয়েছিলেন। কিন্তু তাঁদের আবেদনে সাড়া দেয়নি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এআইএফএফ-এর ক্লাব লাইসেন্সিং কমিটি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আই লিগ খেলার ক্ষেত্রে চেন্নাই সিটির উপর নিষেধাজ্ঞা জারি করে। চেন্নাই সিটি এফসি-র পরিবর্তে আই লিগে খেলবে মুম্বইয়ের কেঙ্করে এফসি।
আই লিগে বাতিল চেন্নাই সিটি, খেলবে কেঙ্করে এফসি
রবিবার,০৫/১২/২০২১
613