আমি কখনও সেরা হতে চাইনি, ব্যালন পাওয়ার পর অকপট মেসি


রবিবার,০৫/১২/২০২১
547

আমি কখনও সেরা হতে চাইনি, ব্যালন পাওয়ার পর অকপট মেসি । সপ্তমবার ব্যালন ডি’ওর জয়ের পর লিওনেল মেসি কৃতজ্ঞ বিশ্বের কিংবদন্তি ফুটবলারদের সঙ্গে তাঁর নামও উচ্চারিত হওয়ায়। কিন্তু আর্জেন্টাইন সুপারস্টার জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত কীর্তিকে তিনি কখনও গুরুত্ব দেননি। রেকর্ড সপ্তমবার ব্যালন ডি’ওর জিতেছেন মেসি। তাঁর এবারের ব্যালন পাওয়া নিয়ে বিতর্ক হলেও আর্জেন্টাইন মহাতারকা তা নিয়ে মাথা ঘামাতে চান না। মেসি বলে দিলেন, আমার কাছে সম্মানটাই অনেক বড়। আর বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়াটাই অনেক কিছু। এর বেশি কিছু চাই না। এই নয়, আমি পুরস্কার বা সম্মান নিয়ে আগ্রহী নই। কিন্তু আমি এগুলোকে গুরুত্ব দিই না। আমি সেরা হলাম কি হলাম না, সেটা আমার কাছে কোনও অর্থ বহন করে না। তাছাড়া আমি কখনও সেরা হওয়ার চেষ্টা করিনি।’’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট