বিজেপিতে ভাঙন আলিপুরদুয়ারে। শনিবার দু নম্বর ব্লকের চাপরের পর দুই নম্বর অঞ্চলে প্রায় ৬০০ বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বাড়াইক। ওই অনুষ্ঠানে ছিলেন জেডিএ-র চেয়ারম্যান তথা তৃণমূল নেতা গঙ্গাপ্রাসাদ শর্মা, পরিতোষ বর্মন, তুষার চক্রবর্তী প্রমুখ।
বিজেপিতে ভাঙন আলিপুরদুয়ারে
রবিবার,০৫/১২/২০২১
731