কলকাতা মেট্রো রেল শীঘ্রই ইষ্ট-ওয়েষ্ট মেট্রো শাখায় QR CODE ভিত্তিক টিকিট ব্যবস্থা চালু করছে। কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী আজ এই ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন এবং মহড়া পরিচালনা করেন। এরপর নর্থ-সাউথ শাখাতেও এই পরিষেবা চালু করা হবে বলে মেট্রো রেল সূত্রে জানা গেছে। শ্রী যোশী আজ QR CODE ভিত্তিক টিকিট নিয়ে সল্টলেক সেক্টর ফাইভ থেকে করুণাময়ী পর্যন্ত সফর করেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতা শাখার জেনারেল ম্যানেজার অরবিন্দ কুমার ও কলকাতা মেট্রো রেলের ঊর্ধ্বতন আধিকারিকরা এই মহড়ায় উপস্থিত ছিলেন।
ইষ্ট-ওয়েষ্ট মেট্রো শাখায় QR CODE ভিত্তিক টিকিট ব্যবস্থা চালু
শনিবার,০৪/১২/২০২১
814