সরকারের কৃষি দফতরের সহায়তায় কেরালাসুন্দরী ধানচাষ হল


শনিবার,০৪/১২/২০২১
3568

এই প্রথমবার পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতরের সহায়তায় কেরালাসুন্দরী ধানচাষ হল। আর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের তেলিপাড়ার কৃষক প্রাণেশ বিশ্বাস। যেখানে স্থানীয় ধানের ফলন বিঘাপ্রতি ৭ থেকে ৮ মন হয়, সেখানে কেরালাসুন্দরী ধানে বিঘাপ্রতি প্রায় ১৫ থেকে ১৬ মন ধান ফলেছে। চাষের খরচ একই। ফলে চাষীরা লাভের মুখ দেখছেন। ধানকাটার কাজ পুরোদমে চলছে। চারদিকে খবর ছড়িয়ে পড়ায় প্রাণেশের ধানখেত দেখতে আশপাশের গ্রামের কৃষকেরাও ভিড় জমাচ্ছেন। প্রাণেশ জানান, ফসল মাত্র ৯০ দিনে পাওয়া যায়। পোকার আক্রমণও কম। সবচেয়ে বড় কথা, প্রায় একই খরচে দ্বিগুণ ধান মিলছে। বীজ রাখা যায়। অনেকেই তাঁর কাছ থেকে বীজ চাইছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট