বক্সার জঙ্গলে ছাড়া হল ভালুক। চা-বাগানে বেশ কয়েকদিন ধরেই ঘোরাফেরা করছিল ভালুক। কর্মীদের নজরে আসে। এর জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। শুক্রবার সকালে ভালুকটিকে ফের দেখতে পান বনকর্মীরা। ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়। পরে ভালুকটিকে ছেড়ে দেওয়া হয় বক্সার জঙ্গলে।
বক্সার জঙ্গলে ছাড়া হল ভালুক
শনিবার,০৪/১২/২০২১
938