আসন্ন কলকাতা পুরভোট উপলক্ষ্যে শনিবার হাজরা রোডের মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূল কংগ্রেসের সব প্রার্থীদের বৈঠকে ডেকেছেন নেতৃত্ব। দুপুর ১টায় বৈঠকটি হবে। এই বৈঠকে নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত আলোচনা ও নির্দেশ দেওয়া হবে। সম্ভাব্য নির্দেশগুলির মধ্যে রয়েছে :১) পুরোপুরি শান্তিতে অবাধ গণতান্ত্রিক ভোট চাই। কেউ বিরোধীদের কোনও প্ররোচনায় পা দেবেন না। কোনওরকম হিংসা বরদাস্ত করা হবে না। অতি উৎসাহে কর্মীরাও যাতে সংযম না হারান, ভোটে দায়িত্বপ্রাপ্ত নেতাদের তা খেয়াল রাখতে হবে। দল নজর রাখবে।২) আগামী কয়েকদিন নিবিড় জনসংযোগ বাড়াতে হবে। স্থানীয় উন্নয়নের পাশাপাশি সবরকমভাবে রাজ্য সরকারের স্কিমগুলিকেও প্রচারের আলোয় বেশি করে আনতে হবে। ৩) রাজনৈতিকভাবে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম যে হাতে হাত মিলিয়ে তৃণমূলের বিরোধিতা করছে, তা আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরতে হবে। ৪) দলের সব সংগঠন, শাখা সংগঠন, গণ সংগঠনকে একসূত্রে বেঁধে প্রচার করতে হবে। যাঁদের কোনও অভিমান আছে, তাঁদের সঙ্গে কথা বলে প্রচারে সামিল করতে হবে।৫) বিপুল উন্নয়ন ও কাজের জন্য তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা। উৎসবের মেজাজে এই জয় আনতে হবে। সর্বস্তরের নাগরিকদের এতে সামিল করতে হবে। ৬) শুক্রবারই ৭৩ নম্বর ওয়ার্ডের নির্দলপ্রার্থী রতন মালাকার তৃণমূলের সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করেছেন। যদি তারপরেও কেউ বাকি থাকেন তাহলে আগামী ক’দিন কাজের মধ্য দিয়ে তাঁদের মূল স্রোতে সামিল করে নিতে হবে। এছাড়াও প্রচার এবং নির্বাচনের খুঁটিনাটি সংক্রান্ত আরও নির্দেশ দেবেন শীর্ষ নেতৃত্ব। ফলে বৈঠকটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।
শনিবার হাজরা রোডের মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূল কংগ্রেসের সব প্রার্থীদের বৈঠক
শুক্রবার,০৩/১২/২০২১
832